বাড়তি ভাড়া নিয়ে জেলায় জেলায় নৈরাজ্য

বাড়তি ভাড়া নিয়ে জেলায় জেলায় নৈরাজ্য

Other

গণপরিবহণে বাড়তি ভাড়া কার্যকরের প্রথম দিনেই দেশের বিভিন্ন জেলায় শুরু হয়েছে চরম নৈরাজ্য। যে যার মত আদায় করছে বাড়তি ভাড়া। এ নিয়ে চরম ক্ষুব্ধ যাত্রীরা। তাদের অভিযোগ, সাধারণ মানুষকে জিম্মি করে বাড়তি ভাড়া আদায় করছে পরিবহণ শ্রমিকরা।

অবশ্য পরিবহণ শ্রমিকদের দাবি, সরকার নির্ধারিত ভাড়াই  আদায় করছেন তারা।  

গণপরিবহণে বাড়তি ভাড়া কার্যকরের প্রথম দিনে বন্দর নগরী চট্টগ্রামে দেখা দিয়েছে চরম বিশৃঙ্খলা। প্রশাসনের নজরদারি না থাকায় সরকার নির্ধারিত ভাড়ার চেয়েও বেশি ভাড়া আদায় করছে পরিবহণ সংশ্লিষ্টরা।

সাধারণ মানুষের অভিযোগ, আয় না বাড়লেও  প্রতিটি নিত্যপণ্যের দরই উর্ধ্বগতি।

এ অবস্থায় এখন আবার গণপরিহণে গুনতে হবে বাড়তি ভাড়া। এতে অল্প আয়ের মানুষের সংসার চালানোই দায় হয়ে পড়বে বলে বলছেন অনেকে।
  
একই চিত্র রাজশাহীতেও। মালিক-শ্রমিকরা ইচ্ছেমতো নিজেদের চার্টে আদায় করছেন ভাড়া। এনিয়ে যাত্রীদের সঙ্গে পরিবহণ শ্রমিকদের বচসার ঘটনাও ঘটেছে। তবে পরিবহণ শ্রমিকদের দাবি তারা সরকার নির্ধারিত ভাড়া আদায় করছেন।  

সিলেটে সরকার নির্ধারিত বর্ধিত ভাড়া মানছেন না দূরপাল্লার গণপরিবহণ সংশ্লিষ্টরা। কিলোমিটার প্রতি ১ টাকা ৮০ পয়সার পরিবর্তে তারা দুই থেকে আড়াই টাকা হারে ভাড়া আদায় করছেন। এমন প্রেক্ষাপটেও সরকারের কোন  তদারকি না থাকায় ক্ষোভ প্রকাশ করেন  কেউ কেউ ।

কুষ্টিয়ায় অতিরিক্ত বাসভাড়ায় যাত্রীদের নাভিশ্বাস উঠেছে। আগের ভাড়ার তুলনায় ২৫ শতাংশ বেশি ভাড়া   দিতে হচ্ছে সাধারণ মানুষকে। এতে হতাশ তারা।

তিনদিন পর গণপরিবহনের চাকা ঘুরলেও ভাড়া বৃদ্ধি করায় অনেকটা অস্বস্তিতে যশোরের  যাত্রীরা। নিরুপায় হয়েই গুনতে হচ্ছে বাড়তি  ভাড়া।

লঞ্চ-বাসের ভাড়া বৃদ্ধি করায় ক্ষুব্ধ  বরিশালের যাত্রীরা। জ্বালানী তেলের দাম বৃদ্ধির খেসারত জনগনকে দিতে হচ্ছে বলে অভিযোগ করেন তারা। অবিলম্বে তেলের দাম কমানোর দাবী জানিয়েছেন তারা।

ভূরঘাটা-বরিশাল রুটের  কাউন্টার ম্যানেজার সাইদুর রহমান দাবি করেছেন  সরকারের সিদ্ধান্ত অনুযায়ী লঞ্চে বর্ধিত ভাড়া আদায় করা হচ্ছে । একই দাবি করেছেন বরিশালের নথুল্লাবাদ কেন্দ্রিয় বাস টার্মিনালের সাকুরা পরিবহণের ম্যানেজার আনিছুর রহমান।  
 
জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রেক্ষিতে সরকার রোববার লঞ্চে ৩৫ ভাগ এবং বাসে ২৭ ভাগ ভাড়া বৃদ্ধি করে।

আরও পড়ুন:


অসুস্থ হয়ে পড়লেন যাত্রী, জরুরি অবতরণে ২১ যাত্রীর পলায়ন

নির্মাণাধীন ভবনের নিচে বোমা সদৃশ্য বস্তু রেখে ১০ লাখ টাকা চাঁদা দাবি

সাক্ষাৎকারে শাকিব খান প্রসঙ্গে যা বললেন অপু বিশ্বাস

আ. লীগ নেতার পকেটে বোমা বিস্ফোরণে উড়ে গেল হাত!


news24bd.tv/ কামরুল