ধর্মঘটে থমকে গেছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম

Other

ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পরিবহন ধর্মঘটে থমকে গেছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম। পণ্য পরিবহন বন্ধ থাকায় বিপাকে আমদানি রপ্তানিকারকরা।

গুণতে হচ্ছে লোকশান। বন্দরের পণ্য ডেলিভারি বন্ধ থাকায় ভয়াবহ কন্টেইনার জটের আশংকা করছে বন্দর কর্তৃপক্ষ।

তাই দ্রুত সমাধান চান ব্যবসায়ীরা। আর পরিবহন মালিকরা বলছেন, দাবি মানলেই চলবে পরিবহন।  

পরিবহন ধর্মঘট যেন কাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের। জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে পরিবহন মালিক শ্রমিকের ধর্মঘটে পণ্যপরিবহন বন্ধ থাকায় হচ্ছে না বন্দরের পণ্য ডেলিভারি।

তবে জাহাজ থেকে পণ্য খালাস কার্যক্রম চলমান রেখেছে বন্দর কর্তৃপক্ষ। আর এভাবে চলতে থাকলে ভয়াবহ কন্টেইনার জটে পড়বে চট্টগ্রাম বন্দর।

আর বন্দর ব্যবহারকারীরা বলছেন, দ্রুত এই ধর্মঘট প্রত্যাহার না হলে লোকশান গুণতে হবে তাদের। বন্দরেই পঁচে যাবে আমনিকৃত কাঁচাপণ্য।


আরও পড়ুন:

লন্ডন থেকে ধর্মঘট পর্যবেক্ষণ করছেন প্রধানমন্ত্রী: ওবায়দুল কাদের
দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে: ট্রাক শ্রমিক-মালিক ফেডারেশন

সৌদি আরবে গিজার পিরামিডের চেয়েও প্রাচীন প্রস্তরখণ্ড, রহস্য ঘনীভূত


আর পরিবহন মালিকরা বলছেন, জ্বালানী তেলে দাম না কমলে বাড়াতে হবে ভাড়া। তাই আলোচনার মাধ্যমে সমঝোতা না হলে চালাবেনা কোন পরিবহন।

তবে ধর্মঘটে কিছুটা শিথিল আছে, জরুরি পণ্য পরিবহন।

news24bd.tv নাজিম