এবার করোনার তৃতীয় ঢেউ আসতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের

Other

 

করোনার তৃতীয় ঢেউ আসতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। সচেতনতা, সঠিক ব্যবস্থাপনা ও টিকা দেওয়া হলে দেশে তৃতীয় ঢেউ ঠেকানো যাবে বলে মত তাদের।  

এদিকে অধিকাংশ মানুষই চলাফেরা করছেন স্বাস্থ্যবিধি না মেনেই। টিকার ক্ষেত্রেও বাংলাদেশ এখনও অনেকটা পিছিয়ে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আশঙ্কা করোনা পরিস্থিতি আবারও নাগালের বাইরে চলে যেতে পারে। গবেষকরা মনে করছেন, ভারতে তৃতীয় ঢেউ আসতে পারে।  

বাংলাদেশ তিন দিক দিয়ে ভারতবেষ্ঠীত। তাই ভারতে সংক্রমণ বাড়লে বাংলাদেশেও তার প্রভাব পরবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

 

এছাড়াও বাংলাদেশ এখনও পাঁচ ভাগের একভাগ মানুষকেও টিকা দিতে পারেনি। দক্ষিণ এশিয়ায় করোনার টিকার ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান শেষ থেকে দুই নম্বরে। বাংলাদেশের চেয়ে একমাত্র খারাপ অবস্থানে আছে আফগানিস্তান। সবমিলিয়ে তৃতীয় ঢেউয়ের বিষয়ে সজাগ থাকার আহবান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।


আরও পড়ুন:

লন্ডন থেকে ধর্মঘট পর্যবেক্ষণ করছেন প্রধানমন্ত্রী: ওবায়দুল কাদের
দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে: ট্রাক শ্রমিক-মালিক ফেডারেশন

সৌদি আরবে গিজার পিরামিডের চেয়েও প্রাচীন প্রস্তরখণ্ড, রহস্য ঘনীভূত


পহেলা নভেম্বর থেকে শুরু হয়েছে ১২ থেকে ১৭ বছর বয়সীদের টিকা দেওয়া। পুরোদমে স্কুল-কলেজ খুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের।

বিশ্বে প্রায় ২৫ কোটি মানুষ এরইমধ্যে করোনা আক্রান্ত হয়েছেন। আর বাংলাদেশে আক্রান্তের সংখ্যা সাড়ে ১৫ লাখ ছাড়িয়েছে। কয়েক সপ্তাহ ধরে রোগী শনাক্তের হার ২ শতাংশের নিচে।   

news24bd.tv নাজিম