আমাকে নিতে পারাও দেশের পুরুষদের জন্য কঠিন হবে : বাঁধন

আমাকে নিতে পারাও দেশের পুরুষদের জন্য কঠিন হবে : বাঁধন

অনলাইন ডেস্ক

বহুল আলোচিত ‘রেহানা মরিয়ম নূর’ আগামী ১২ নভেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। কান চলচ্চিত্র উৎসবে প্ৰতিযোগিতা বিভাগে প্রথমবারের মতো নির্বাচিত বাংলাদেশি সিনেমা হওয়ায় 'রেহানা মরিয়ম নূর' প্রেক্ষাগৃহে গিয়ে দেখার আগ্রহ অনেক সিনেমাপ্রেমীর। রেহানা মরিয়ম নূর, এই নামটার আড়ালে যে মানুষটার ছবি সহজে দৃশ্যমাণ হয় তিনি  বর্তমানে সময়ের আলোচিত অভিনেত্র আজমেরি হক বাঁধন।

badhon

দেশের প্রেক্ষাগৃহে ‘রেহানা মরিয়ম নূর’ মুক্তি উপলক্ষ্যে সম্প্রতি আয়োজিত এক আড্ডায় বাঁধনের কাছে জানতে চাওয়া হয়েছিল, তিনি প্রেম কিংবা বিয়ের প্রস্তাব পাচ্ছেন কী না? 

সে প্রশ্নের উওরে এই লাস্যময়ী অভিনেত্রী একগাল হেসে বলেন, আমি যে মানসিক অবস্থায় আছি, সেখান থেকে আমার জন্য এটা কঠিন।

আমাকে নিতে পারাও আমাদের দেশের প্রেক্ষাপটে দেশের পুরুষদের জন্য কঠিন হবে।

আরও পড়ুন: তিন বছর বলতে পারিনি ডিভোর্স হয়েছে : বাঁধন

বাঁধনের এমন উত্তরে প্রথমেই যে প্রশ্নটি মাথায় আসে, তাহলে কি দেশের বাইরের কাউকে বিয়ে করবেন? 

badhon bw

বাঁধনের ভাষ্য, এখন আমি কাজে ফোকাস করতে চাই। আমার মনে হয়, আমি জীবনই শুরু করেছি মাত্র চার বছর হলো। ৩৪ বছর বয়স থেকে জীবনটা শুরু হয়েছে, এখন আমার ৩৮।

ajmeri

এর আগে বাঁধন তার ব্যক্তিগত জীবন প্রসঙ্গে জানিয়েছেন, 'আমি আর আমার মেয়ে ভালো আছি। আর আপনি তো জানেন যে আমার বাবা-মায়ের বাসায় থাকি আমি। আমার বাবা-মা দুজনেই ভালো আছেন। এইতো এভাবেই চলছে।

আরও পড়ুন : এটি যত গাঢ় হয়, তত বেশি শক্তি জোগায় : প্রভা

প্রসঙ্গত, নেটফ্লিক্সের প্রযোজনায় অ্যাকশন-ড্রামা ‘খুফিয়া’ সিনেমার সাত দিনের শুট করে দেশে ফিরেছেন বাঁধন।

haque

বলিউডের খ্যাতিমান পরিচালক বিশাল ভরদ্বাজের সিনেমাটিতে এখনও তিন দিনের শুট বাকি এই অভিনেত্রীর। আগামী ফেব্রুয়ারিতে মুম্বাইয়ে বাকি অংশের দৃশ্যধারণ করা হবে।

news24bd.tv/আলী