গুচ্ছ পরীক্ষার ফল চ্যালেঞ্জ জানানো যাবে ২ হাজার টাকায়

গুচ্ছ পরীক্ষার ফল চ্যালেঞ্জ জানানো যাবে ২ হাজার টাকায়

অনলাইন ডেস্ক

গুচ্ছ পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করা যাবে। গুচ্ছ ভর্তিসংক্রান্ত অফিশিয়াল ওয়েবসাইটে (https://gstadmission.ac.bd) একটি বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করা যাবে রবিবার (৭ নভেম্বর) দুপুর ১২টা থেকে বৃহস্পতিবার (১১ নভেম্বর) রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত।

ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য শিক্ষার্থীদের ২ হাজার টাকা দিয়ে আবেদন করতে হবে।

পুনঃনিরীক্ষণের ফলাফল আবেদনকারীর মুঠোফোন নম্বরে খুদে বার্তার মাধ্যমে জানানো হবে। ফলাফল পরিবর্তন হলে আবেদনকারী পুরো টাকা ফেরত পাবেন।

প্রসঙ্গত, গত ১৭ অক্টোবর এ ইউনিট (বিজ্ঞান অনুষদ) পরীক্ষা দিয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষার যাত্রা শুরু হয়। এরপর ২৪ অক্টোবর বি ইউনিট (মানবিক অনুষদ) এবং  ১ নভেম্বর সি ইউনিটের (বাণিজ্য অনুষদ) পরীক্ষার মধ্য দিয়ে প্রথমবারের মত আয়োজিত সমন্বিত ভর্তিপরীক্ষা সম্পন্ন হয়।

আরও পড়ুন:

আফগানিস্তানের জন্য আজ 'সবকিছু' করতে রাজি ভারতীয়রা


news24bd.tv/ নকিব