বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসা শেষে আজ রবিবার বিকেলে বাসায় নেওয়া হতে পারে বলে জানানো হয়েছে। আজ সকালে বিষয়টি নিশ্চিত করেছেন খালেদা জিয়ার চিকিৎসক দলের সদস্য বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন।
গত ১২ অক্টোবর খালেদা জিয়াকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হলে অবস্থার অবনতি দেখে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসায় কিছুটা সুস্থ বোধ করায় আজ বিকেলে গুলশানের বাসভবন ফিরোজায় নেওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান ডা. এ জেড এম জাহিদ হোসেন।
আরও পড়ুন:
খাবার না পেয়ে মোদি-মমতাকে খোলা চিঠি প্রসেনজিতের
পাকিস্তানের জয় উদযাপন; স্ত্রী, শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে থানায় অভিযোগ
আফগানদের হাতে ভারতের বিশ্বকাপ ভাগ্য নির্ধারণ
এ ব্যাপারে ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, রবিবার দুপুরে মেডিকেল বোর্ড মিটিং করে এ বিষয়ে সিদ্ধান্ত জানাবে। তারপরেই সিদ্ধান্ত হবে। বাসায় নেওয়ার সম্ভাবনা রয়েছে, তবে সেটি মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।
এছাড়া বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, বিকেলেই খালেদা জিয়াকে তার গুলশানের বাসভবন ফিরোজায় নিয়ে আসা হবে।
news24bd.tv রিমু