জানেন কী বিশ্বের সবচেয়ে দামি ফল মনে করা হয় ইউবারি মেলনকে (তরমুজ)। আর এই ফলটি জাপানে পাওয়া যায়। প্রতি কেজি ইউবারি মেলন বা তরমুজের দাম বাংলাদেশি মুদ্রায় ২৩ লাখ টাকারও বেশি। একমাত্র ধনী ব্যক্তিরাই এই ফল খাওয়ার সামর্থ্য রাখে।
মূলত জাপানে খুব কম পরিমাণে এ ফলের ফলন হয় বলে দামও বেশি। ২৩ লাখ টাকা প্রতি কেজি দাম হলেও ইউবারি মেলনের চাহিদাও ব্যাপক হারে রয়েছে।
আরও পড়ুন:
খাবার না পেয়ে মোদি-মমতাকে খোলা চিঠি প্রসেনজিতের
তবে জাপানে এটাই একমাত্র ফল নয়, যার দাম কেজি প্রতি লাখ টাকার উপরে। দেশটিতে এ রকম বেশ কিছু ফল এবং সবজি পাওয়া যায়, যার দাম লাখ টাকার উপরে হয়।
news24bd.tv রিমু