৫০ শতাংশ ভাড়া বাড়ানোর প্রস্তাব মিনিবাসে

৫০ শতাংশ ভাড়া বাড়ানোর প্রস্তাব মিনিবাসে

অনলাইন ডেস্ক

গণপরিবহনের ভাড়া বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রেক্ষিতে এই প্রস্তাব দেওয়া হয়েছে। প্রস্তাবে বলা হয়, দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ৫৮ পয়সা, মহানগরের ভেতরে বাসে ৭০ পয়সা ও মিনিবাসে ৮০ পয়সা বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে।

বাংলাদেশ পরিবহন মালিক সমিতির নতুন এই প্রস্তাবে বলা হয়েছে, দূরপাল্লার বর্তমান বাসভাড়া প্রতি কিলোমিটারে ১ টাকা ৪২ পয়সা, তা বাড়িয়ে ২ টাকা করার প্রস্তাব হয়েছে।

অর্থাৎ এতে কিলোমিটারপ্রতি যাত্রীকে বাড়তি ৫৮ পয়সা গুনতে হবে। ভাড়া বৃদ্ধির এ হার ৪০.৮৫ শতাংশ।

আরও পড়ুন

বসুন্ধরার এমডিকে হত্যা চেষ্টার প্রতিবাদে নান্দাইলে মিছিল ও মানববন্ধন

এছাড়া মহানগরে বাসের বর্তমান ভাড়া কিলোমিটারে ১.৭০ পয়সা, প্রস্তাব হয়েছে ২.৪০ পয়সা করার। এতে ৭০ পয়সা ভাড়া বাড়বে।

বাড়তি ভাড়ার এ শতকরা হার ৪১.১৮ শতাংশ। মহানগরে মিনিবাসের বর্তমান ভাড়া প্রতি কিলোমিটারে ১.৬০ পয়সা। এটি বাড়িয়ে ২.৪০ পয়সা করার প্রস্তাব হয়েছে। এতে কিলোমিটারপ্রতি ৮০ পয়সা ভাড়া বাড়ে। ভাড়া বৃদ্ধির এ হার দাঁড়ায় ৫০ শতাংশ।

news24bd.tv/এমি-জান্নাত