চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কে কাভার্ড ভ্যানের ধাক্কায় জসিম উদ্দীন (২২) নামে এক পথচারী নিহত হয়েছেন। নিহত জসিম উদ্দীন হচ্ছে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের পিরোজপুর এলাকার পুটু আলীর ছেলে। রোববার বিকেলে সোনামসজিদ বিজিবি ক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে রাস্তা পার হচ্ছিল জসিম উদ্দীন।
শিবগঞ্জ থানার ওসি ফরিদ হোসেন জানান, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। কাভার্ড ভ্যানটি আটক করতে জেলার পুলিশ সদস্যদের ম্যাসেজ দেয়া হয়েছে।
আরও পড়ুন
বসুন্ধরার এমডিকে হত্যা চেষ্টার প্রতিবাদে নান্দাইলে মিছিল ও মানববন্ধন
হঠাৎ বউয়ের সাজে হাজির চিত্রনায়িকা শবনম বুবলী
news24bd.tv/ কামরুল