বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক হাসপাতালে

বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক হাসপাতালে

অনলাইন ডেস্ক

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছোড়া রাবার বুলেটে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। তার নাম শাহ আলম (৩০)।

রোববার (৭ নভেম্বর) সকাল ৭টার দিকে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের শমসেরনগর সীমান্তে এ ঘটনা ঘটে।

বর্তমানে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শাহ আলম পাটগ্রাম পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আলাউদ্দিন মুন্সির ছেলে ।

সীমান্ত ও স্থানীয় সূত্র জানায়, শনিবার (৬ নভেম্বর) রাত ১১টার দিকে সীমান্তের ৮৬৪ নম্বর মেইন পিলারের কাছ দিয়ে কয়েকজন গরু ব্যবসায়ী ভেতরে প্রবেশ করেন।

আরও পড়ুন


বসুন্ধরার এমডিকে হত্যা চেষ্টার প্রতিবাদে নান্দাইলে মিছিল ও মানববন্ধন

এবার কপাল খুলছে শান্ত-ইমনদের!

হঠাৎ বউয়ের সাজে হাজির চিত্রনায়িকা শবনম বুবলী


 

এ সময় বিএসএফ তাদের লক্ষ্য করে রাবার বুলেট ছোড়ে। এতে শাহ আলম গুরুতর আহত হলে সঙ্গীরা তাকে উদ্ধার করে প্রথমে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার ব্যাপারে বিজিবির শমসেরনগর কোম্পানি কমান্ডার সুবেদার খাইরুল আলম বলেন, এ ধরনের সংবাদ শুনেছি। তবে আমাদের কাছে কোনও অভিযোগ আসেনি।

news24bd.tv/ তৌহিদ

সম্পর্কিত খবর