ভাড়া বাড়ছে না বাস-মিনিবাসে

ভাড়া বাড়ছে না বাস-মিনিবাসে

অনলাইন ডেস্ক

টানা ধর্মঘটের তৃতীয় দিনে ডিজেলচালিত বাসের বাড়তি ভাড়া নির্ধারণ করা হয়েছে। জ্বালানি তেলের দাম বাড়ায় এই ধর্মঘট চলছিলো। তবে সিএনজি চালিত গাড়ির ভাড়া বাড়বে না। এ ধরনের বাসে ভাড়া থাকবে আগের মতোই।

আজ রোববার বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা সাত ঘণ্টাব্যাপী বিআরটিএ চেয়ারম্যান ও পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।   বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার বৈঠক শেষে সাংবাদিকদের এ সিদ্ধান্ত জানান।

আরও পড়ুন

ট্রাক-কাভার্ডভ্যানের ধর্মঘট অব্যাহত থাকবে

রায় প্রকাশের আগে ফাঁসি কার্যকর হবে না: আপিল বিভাগ

৫০ শতাংশ ভাড়া বাড়ানোর প্রস্তাব মিনিবাসে

তিনি বলেন, ডিজেলচালিত বড় বাসে সর্বনিম্ন ভাড়া ৭ টাকা থেকে বাড়িয়ে ১০ টাকা করা হয়েছে। এছাড়া মিনিবাসে সর্বনিম্ন ভাড়া ৫ টাকা থেকে বাড়িয়ে ৮ টাকা করা হয়েছে।

নূর মোহাম্মদ আরও বলেন, সোমবার থেকে ভাড়া বাড়ানোর এ সিদ্ধান্ত কার্যকর হবে। রোববার রাতেই এ সংক্রান্ত একটি গ্যাজেট প্রস্তুত করা হবে। তবে সিএনজিচালিত বাসসমূহ এর আওতায় পড়বে না।

news24bd.tv/এমি-জান্নাত