মাটি খুঁড়তেই মিলল ১৪৫ সিলভার এবং সোনালি মুদ্রা

মাটি খুঁড়তেই মিলল ১৪৫ সিলভার এবং সোনালি মুদ্রা

অনলাইন ডেস্ক

নতুন বাথরুম তৈরির জন্য মাটি খননকালে ১৪৫টি সিলভার এবং সোনালি ধাতব মুদ্রা ভর্তি একটি মাটির ব্যাংক পাওয়া গেছে।

রোববার (৭ নভেম্বর) সকালে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের দাইপুখুরিয়া ইউনিয়নের বাগবাড়ী গ্রামে এ ঘটনা ঘটেছে।  

বাগবাড়ী গ্রামের মো. গাজলুর ছেলে মো. মুসা নিজ বাড়িতে বাথরুম তৈরির জন্য মাটি খুঁড়তে গিয়ে এসব ধাতব মুদ্রা পান।  

আরও পড়ুন: 

কাল থেকে চলবে বাস

বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন

বসুন্ধরার এমডিকে হত্যা চেষ্টার প্রতিবাদে নান্দাইলে মিছিল ও মানববন্ধন

এবার কপাল খুলছে শান্ত-ইমনদের!


 

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকালে গাজলুর ছেলে মো. মুসা বাড়িতে বাথরুম বানানোর জন্য মাটি খনন করছিলেন।

এ সময় কোদালের আঘাতে একটি মাটির ব্যাংক ভেঙে যায়। সে ব্যাংক হতে ১৪৫টি সিলভার এবং সোনালি কালারের ধাতব মুদ্রা উদ্ধার করা হয়। সে মুদ্রাগুলোতে উর্দুতে অস্পষ্ট করে লিখা আছে। তবে কী লিখা আছে তা জানাতে পারেনি পুলিশ।

শিবগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জুয়েল রানা জানান, স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে উপস্থিত হয়ে পুলিশ মুদ্রাগুলো জব্দ করেছে। ধারণা করা হচ্ছে এসব মুদ্রা পাকিস্তান আমলের। তবে এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাবে না।  

news24bd.tv/ তৌহিদ

সম্পর্কিত খবর