সৌদি আরবে ব্যাপকহারে ধরপাকড়

সৌদি আরবে ব্যাপকহারে ধরপাকড়

অনলাইন ডেস্ক

আইন লঙ্ঘনকারী ও অবৈধ হয়ে যাওয়া অভিবাসীদের বিরুদ্ধে বড় পরিসরে ধরপাকড় শুরু করেছে সৌদি আরবের সরকার।  

দেশটির বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এক সপ্তাহে প্রায় সাড়ে ১৫ হাজার অভিবাসীকে আটক করা হয়েছে।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে দেশটির আবাসন ও শ্রম আইন এবং সীমান্ত নিরাপত্তা নীতিমালার মতো নিয়মনীতি লঙ্ঘনের অভিযোগ এনেছে সৌদি আরব সরকার।

আরও পড়ুন: 

কাল থেকে চলবে বাস

বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন

বসুন্ধরার এমডিকে হত্যা চেষ্টার প্রতিবাদে নান্দাইলে মিছিল ও মানববন্ধন

এবার কপাল খুলছে শান্ত-ইমনদের!


 

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম সৌদি গেজেটস আজ রোববার এক প্রতিবেদনে জানায়, গত ২৮ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত দেশটির নিরাপত্তা বাহিনীর কয়েকটি ইউনিট বিভিন্ন জায়গায় যৌথ অভিযান পরিচালনা করেছে।

এ সময় আটক করা হয়েছে ১৫ হাজার ৩৯৯ জনকে।

news24bd.tv/ তৌহিদ

সম্পর্কিত খবর