‘রাগে-ক্ষোভে’ অনুশীলন বাতিল করল কোহলিরা

‘রাগে-ক্ষোভে’ অনুশীলন বাতিল করল কোহলিরা

অনলাইন ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে আফগানিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ড জেতার পরেই পরিষ্কার হয়ে যায় সেমির লড়াই।

এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার আগেই বিদায় নিলেন বিরাট কোহলিরা। তার পরেই শোনা গেল দুবাইয়ে অনুশীলন বাতিল করেছে ভারতীয় দল।

রবিবার নিউজিল্যান্ড-আফগানিস্তান ম্যাচ দেখছিলেন কোহলিরা।

আফগানিস্তান জিতলে তবেই ভারতের শেষ চারে যাওয়ার আশা থাকত। কিন্তু তা হয়নি। রবিবার সন্ধ্যায় দুবাইয়ে আইসিসি একাডেমির মাঠে অনুশীলন ছিল ভারতের। কোহলিরা সবাই সেই অনুশীলনে যোগ দেবেন বলে জানিয়েছিলেন।
কিন্তু নিউজিল্যান্ড ম্যাচ শেষ হতেই নাকি নিজেদের অনুশীলন বাতিল করার সিদ্ধান্ত নেয় ভারতীয় দল। অর্থাৎ আগের দিন অনুশীলন না করেই সোমবার নামিবিয়ার বিরুদ্ধে খেলতে নামবেন কোহলিরা।

আরও পড়ুন: 

কাল থেকে চলবে বাস

বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন

বসুন্ধরার এমডিকে হত্যা চেষ্টার প্রতিবাদে নান্দাইলে মিছিল ও মানববন্ধন

এবার কপাল খুলছে শান্ত-ইমনদের!


 

তবে কি সেমিফাইনালে যাওয়ার সুযোগ না থাকায় হতাশা গ্রাস করল ভারতীয় শিবিরে। তাই অনুশীলনই করলেন না তারা। আইসিসি বা ভারতীয় শিবিরের তরফে অবশ্য এই বিষয়ে এখনও কিছু জানানো হয়নি।
বিশ্বকাপের গ্রুপ পর্বের প্রথম দু’ম্যাচে পাকিস্তান ও নিউজিল্যান্ডের কাছে পরাজিত হয়েছে কোহলিরা। পরের দুই ম্যাচে আফগানিস্তান ও স্কটল্যান্ডকে বড় ব্যবধানে হারালেও পয়েন্টের বিচারে সেমিফাইনালে ওঠার আশা শেষ কোহলিদের।

সূত্র: আনন্দবাজার।

news24bd.tv/ তৌহিদ

সম্পর্কিত খবর