স্ত্রী-সন্তানকে হত্যার পর স্বামীর আত্মহত্যা, উভয়পক্ষের মামলা

স্ত্রী-সন্তানকে হত্যার পর স্বামীর আত্মহত্যা, উভয়পক্ষের মামলা

অনলাইন ডেস্ক

সাভারের আশুলিয়ায় ভাড়া বাসার একটি কক্ষ থেকে একই পরিবারের শিশুসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্বামীর পরিবার ও স্ত্রীর পরিবার পাল্টাপাল্টি মামলা করেছে।

গতকাল রাতে মামলা দুটির বিষয়ে নিশ্চিত করেছেন আশুলিয়া থানার এসআই আল মামুন কবির।

গত শনিবার রাত ১০টার দিকে আশুলিয়ার জামগড়া বটতলা এলাকার ফজর আলীর মালিকানাধীন বাড়ির একটি কক্ষে থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

 

নিহতরা হলেন, কুড়িগ্রাম জেলার ফুলবাগি থানার চর গরুক মন্ডল গ্রামের সবুর আলী (২৮), তার স্ত্রী রোজিনা (২৫) ও মেয়ে সুমাইয়া (০৯)।

পুলিশ জানায়, শনিবার রাতে আশুলিয়ার জামগড়ার পবনার টেক এলাকার একটি কক্ষ থেকে শিশুসহ একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। পরে সকালে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে পাঠানো হয়। প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে ছবুর মিয়া নামে ওই ব্যক্তি তার স্ত্রী ও সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।

আরও পড়ুন:


বিদায় ভারত

ধর্মঘট প্রত্যাহার: ডিজেলে চলা বাসের ভাড়া বাড়ল


আশুলিয়া থানার এসআই আল মামুন কবির বলেন, নিহত রোজিনার ভাই ওহাব গতকাল দুপুরে একটি মামলা করেন। এর আগে আরেকটি মামলা করেন ছবুরের ভাই শহীদ।

news24bd.tv রিমু