ভোট চাওয়া কে কেন্দ্র করে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে দুই ভাই নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ১১ জন। মেহেরপুরের গাংনী উপজেলায় এমন ঘটনা ঘটেছে।
সোমবার সকাল ৯টার দিকে বর্তমান মেম্বার ও সাবেক মেম্বারের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আরও পড়ুন:
অসুস্থ হয়ে পড়লেন যাত্রী, জরুরি অবতরণে ২১ যাত্রীর পলায়ন
নির্মাণাধীন ভবনের নিচে বোমা সদৃশ্য বস্তু রেখে ১০ লাখ টাকা চাঁদা দাবি
সাক্ষাৎকারে শাকিব খান প্রসঙ্গে যা বললেন অপু বিশ্বাস
আ. লীগ নেতার পকেটে বোমা বিস্ফোরণে উড়ে গেল হাত!
জানা যায়, মেহেরপুরের গাংনী উপজেলার পাথুলী ইউনিয়নের রাধাগোবিন্দপুর গ্রামের ৭ নম্বর ওয়ার্ডে ভোট চাওয়া কেন্দ্র করে বর্তমান মেম্বার ও সাবেক মেম্বারের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই ভাইয়ের মৃত্যু হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন গাংনী থানার ওসি বজলুর রহমান। তিনি জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে জানান ওসি।
news24bd.tv/ কামরুল