চট্টগ্রাম বন্দরে আমদানি-রপ্তানি সচল হবে কখন?

চট্টগ্রাম বন্দরে আমদানি-রপ্তানি সচল হবে কখন?

নিজস্ব প্রতিবেদক

পরিবহণ মালিকদের সঙ্গে আলোচনার পর ভাড়া বাড়িয়ে সারা দেশে গণপরিবহণ চালু হয়েছে। তবে দেশের রাজস্ব আদায়ের বৃহৎ প্রতিষ্ঠান চট্টগ্রাম বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম এখনো সচল হয়নি।  

আজ সোমবার দুপুর ১২টা পর্যন্ত চট্টগ্রাম বন্দরের স্বাভাবিক আমদানি রপ্তানি কাজক্রম শুরু হয়নি।

চট্টগ্রাম বন্দরের একাধিক কর্মকর্তা নিশ্চিত করেছেন এখনো বন্দরের পণ্য আমদানি-রপ্তানি কাজ শুরু হয়নি।

বাংলাদেশ কাভার্ড ভ্যান ট্রাক প্রাইম মুভার অ্যাসোসিয়েশন এর মহাসচিব চৌধুরী জাফর আহাম্মদ বলেন, ‘জ্বালানি তেলের দাম বাড়ার প্রতিবাদে ধর্মঘট চলছে। সম্মানজনক দাবি না মানা পর্যন্ত কাভার্ড ভ্যান ট্রাক প্রাইম মুভার বন্দরে প্রবেশ করবে না। দাবি না মানলে কোন পণ্যবাহী পরিবহণ চলবে না বলেও জানান তারা।  

আরও পড়ুন:


অসুস্থ হয়ে পড়লেন যাত্রী, জরুরি অবতরণে ২১ যাত্রীর পলায়ন

নির্মাণাধীন ভবনের নিচে বোমা সদৃশ্য বস্তু রেখে ১০ লাখ টাকা চাঁদা দাবি

সাক্ষাৎকারে শাকিব খান প্রসঙ্গে যা বললেন অপু বিশ্বাস

আ. লীগ নেতার পকেটে বোমা বিস্ফোরণে উড়ে গেল হাত!


বেসরকারি ডিপো মালিকদের সংগঠন বিকডার মহাসচিব মো. রুহুল আমিন সিকদার বলেন, ‘সোমবার চট্টগ্রামের ১৮টি অফডক থেকে রপ্তানির উদ্দেশে কোন পণ্য জাহাজিকরণ হয়নি।

বন্দর থেকে কোন কন্টেইনার অফডকে আসেনি। তবে এমভি কালামাটি ট্রেডার ও এমভি এক্সপ্রেস লোডসী নামের দুটি জাহাজ প্রায় অর্ধেক রপ্তানি পণ্য না নিয়েই বন্দর ত্যাগ করেছে।  

news24bd.tv/ কামরুল