লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের বিলাসী জীবনের অর্থ সংস্থান কোথা থেকে আসে, প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে প্রবাসী বাংলাদেশীদের দেয়া নাগরিক সংবর্ধনায় তিনি বলেন, বিএনপি জনগণের টাকা লুট করে খায় আর আওয়ামী লীগ জনগণের কল্যাণে কাজ করে।
যুক্তরাজ্য সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লন্ডনে নাগরিক সংবর্ধনা জানান প্রবাসী বাংলাদেশীরা। ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠানে যুক্ত হন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, বিএনপি নেত্রী খালেদা জিয়ার পুত্রদের দুর্নীতির খোঁজ বের করেছে আমেরিকা আর সিঙ্গাপুরও।
প্রধানমন্ত্রী আরও বলেন, বিএনপি প্রতিষ্ঠাতা সামরিক শাসক জিয়াউর রহমান ক্ষমতা দখলের পর সামরিক বাহিনীতে শুরু হয় চরম বিশৃঙ্খলা। অসংখ্য ক্যু তে প্রান হারান শত শত সামরিক সদস্য।
অনুষ্ঠানে আসা প্রবাসীদের উদ্দেশ্যে সরকার প্রধান বলেন, বিনিয়োগের জন্য সারা দেশে একশ'টি ইকোনোমিক জোন তৈরি করেছে সরকার। দেশের অর্থনৈতিক উন্নয়নে অংশীদার হতে তাদের দেশে বিনিয়োগের আহবান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আরও পড়ুন:
আয়নার দিকে তাকিয়ে কী দেখেন শোয়েব মালিক?
news24bd.tv/ নকিব