বরিশালে মাইক্রোবাস ও টেম্পোর মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত ও আহত হয়েছেন আরও একজন।
সোমবার (৮ নভেম্বর) দুপুরে বরিশালে-পটুয়াখালী মহাসড়কের দপদপিয়া জিড়ো পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা বলে নিশ্চিত করেন ঝালকাঠির নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোরঞ্জন মিস্ত্রী।
আরও পড়ুন:
ট্রাক-কাভার্ডভ্যানের ধর্মঘটের ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী ব্যবস্থা নেবেন: কাদের
১০ ও ১২ নভেম্বর বিক্ষোভের ডাক বিএনপির
গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, ৩ স্কুলছাত্র নিহত
আ. লীগ নেতার পকেটে বোমা বিস্ফোরণে উড়ে গেল হাত!
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সোমবার (৮ নভেম্বর) দুপুরে বাকেরগঞ্জের দিক থেকে একটি টেম্পো বরিশালে আসছিল। দপদপিয়ার জিড়ো পয়েন্ট এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
ওসি মনোরঞ্জন মিস্ত্রী জানান, অবস্থা গুরুতর থাকায় মাইক্রোবাস চালক জাহাঙ্গীর মৃধা ও তরকারি ব্যবসায়ী মিরাজুল ইসলামকে ঢাকায় পাঠানোর পরামর্শ দেন চিকিৎসকরা। ঢাকায় নেওয়ার পথে রাস্তায় তারা মারা যান।
news24bd.tv/ তৌহিদ