মেশিনে ৩ কোটি টাকার স্বর্ণবার, যুবক গ্রেপ্তার

মেশিনে ৩ কোটি টাকার স্বর্ণবার, যুবক গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই ফেরত এক প্রবাসীকে বিপুল পরিমাণ স্বর্ণসহ আটক করেছে কাস্টমস।

আটক ব্যক্তির নাম পরেন্দ্র দাস (৩৬)। তার কাছ থেকে সাড়ে ৩ কোটি টাকা মূল্যের স্বর্ণ উদ্ধার করা হয়েছে।

আটক পরেন্দ্র মৌলভীবাজার সদর থানার আটঘর নাজিরাবাদ গ্রামের বাসিন্দা।

সোমবার সকালে তাকে ৬ কেজি ১৪৮ গ্রাম ওজনের ওই স্বর্ণসহ আটক করা হয়।

একটি মেশিনের ভেতরে করে অভিনব কৌশলে নিয়ে আসা স্বর্ণের ৩৮ পিস বার ও একটি চাকতি ছিলো।

জানা গেছে, পরেন্দ্র ১২ বছর থেকে দুবাই আছেন। তিনি সকাল ৮টার দিকে বাংলাদেশ বিমানের বিজি-২৪৮ ফ্লাইটে করে সিলেট বিমানবন্দরে এসে পৌঁছান।

গোপন সংবাদের ভিত্তিতে তাকে তল্লাশি করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বর্ণ নিয়ে আসার বিষয়টি অস্বীকার করলেও পরবর্তীতে স্বীকার করেন। পরে তার লাগেজ তল্লাশি করে দুটি মেশিনের ভেতরে কৌশলে রাখা ৩৮টি স্বর্ণের বার ও একটি চাকতি উদ্ধার করা হয়।

এক প্রেস ব্রিফিংয়ে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ডেপুটি কমিশনার অব কাস্টমস আল আমিন জানান, পরেন্দ্রকে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হবে এবং তিনি এর আগেও এমনভাবে স্বর্ণের চালান নিয়ে এসেছেন কিনা এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

আরও পড়ুন:


ট্রাক-কাভার্ডভ্যানের ধর্মঘটের ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী ব্যবস্থা নেবেন: কাদের

১০ ও ১২ নভেম্বর বিক্ষোভের ডাক বিএনপির

গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, ৩ স্কুলছাত্র নিহত

আ. লীগ নেতার পকেটে বোমা বিস্ফোরণে উড়ে গেল হাত!


প্রাথমিক জিজ্ঞাসাবাদে পরেন্দ্র দাস জানিয়েছেন, গত ১২ বছরে মাত্র দু’বার দেশে এসেছেন এবং এবার তাকে অন্য একজন এই মেশিন দেশে নিয়ে আসার জন্য দিয়েছে। তবে পরেন্দ্রর বক্তব্যের সত্যতা যাছাই ও কে বা কারা তাকে এই স্বর্ণ দিয়েছে এ বিষয়েও তদন্ত করা হবে বলে জানিয়েছে কাস্টমস ডেপুটি কমিশনার আল আমিন।

news24bd.tv/ তৌহিদ