সেমিফাইনালে ওঠার প্রতিযোগিতায় হেরে ইতিমধ্যে বিদায় হয়ে গেছে টিম ইন্ডিয়া। তাই নামিবিয়ার সঙ্গে আজকের ম্যাচটি বলা যায় নিয়ম রক্ষার। এ ম্যাচে টসে জিতে নামিবিয়াকে ব্যাটিংয়ে পাঠাল কোহলি।
চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে হেরে বিশ্বকাপ মিশন শুরু হয় বিরাট কোহলিদের।
নিজেদের দ্বিতীয় ম্যাচেও জয় পায়নি ভারত। হেরে যায় নিউজিল্যান্ডের বিপক্ষে।
পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে বিশ্বকাপের সেমিফাইনাল থেকে কার্যত ছিটকে যায় ভারত।
তবে শেষ তিন ম্যাচে আফগানিস্তান, স্কটল্যান্ড ও নামিবিয়ার বিপক্ষে জয়ের পাশাপাশি কোহলিদের তাকিয়ে থাকতে হতো নিউজিল্যান্ড-আফগানিস্তান ম্যাচের দিকে।
রোববার আফগানিস্তান জয় পেলে ভারতের সেমিফাইনালে যাওয়ার সুযোগ ছিল। কিন্তু আফগানরা হেরে যাওয়ায় গ্রুপ-২ থেকে পাকিস্তানের সঙ্গী হয়ে সেমিফাইনালে উঠে যায় নিউজিল্যান্ড। বাদ পড়ে যায় ভারত। তাই আজকের ম্যাচটি ভারতের জন্য নিয়ম রক্ষা ছাড়া আর কিছুই নয়।
আরও পড়ুন:
ট্রাক-কাভার্ডভ্যানের ধর্মঘটের ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী ব্যবস্থা নেবেন: কাদের
১০ ও ১২ নভেম্বর বিক্ষোভের ডাক বিএনপির
গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, ৩ স্কুলছাত্র নিহত
আ. লীগ নেতার পকেটে বোমা বিস্ফোরণে উড়ে গেল হাত!
news24bd.tv/ তৌহিদ