ডিজেলের মূল্যবৃদ্ধি নিত্যপণ্যের আগুনে ঘি ঢেলেছে, বলছেন বিশেষজ্ঞরা

ডিজেলের মূল্যবৃদ্ধি নিত্যপণ্যের আগুনে ঘি ঢেলেছে, বলছেন বিশেষজ্ঞরা

Other

ডিজেলের মূল্য বৃদ্ধি নিত্যপণ্যের আগুনে ঘি ঢেলেছে- বাজার পরিস্থিতিকে এভাবেই ব্যাখ্যা করেছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, এক লাফে ১৫ টাকা বৃদ্ধি অযৌক্তিক।  

বাড়তি মূল্যের এই চাপ সামলাতে ভর্তুকির পরামর্শ দিয়েছেন সরকারের প্রতি। আর কোন কিছুর দাম নিয়ন্ত্রণে না থাকায় এক প্রকার অসহায়ত্ব প্রকাশ করেছেন সাধারণ মানুষ।

 

পেঁয়াজের দাম আগেই কয়েক দফা বেড়েছে। ভরা মৌসুমের আগেই হাত দেয়া যাচ্ছে না শীতের সবজিতে। বাজারে বেশিরভাগ পণ্যের দামই চড়া।

এরই মাঝে ডিজেলের মূল্য এমন হঠাৎ বৃদ্ধি, এক লাফে লিটারে ১৫ টাকা।

নাভিশ্বাস কেবল সাধারণ মানুষের।


আরও পড়ুন:

তারেক বিলাসী জীবনের টাকা কোথায় পায়, প্রশ্ন প্রধানমন্ত্রীর

ধর্ষণ মামলায় জামিন পেলেন একাত্তর টিভির শাকিল আহমেদ

নির্ধারণ হলো লঞ্চের সর্বনিম্ন ভাড়া


ডিজেলের বাড়তি দামে সরকারের সঙ্গে এককাতারে জিতেছে সড়ক ও জলপথের পরিবহণ মালিকরা। পরাজয় এখানে যাত্রীদের- এই অভিযোগ যাত্রী কল্যাণ সমিতির।

পণ্য পরিবহনের বাড়তি খরচ বাজারের আগুণ আরো উসকে দিচ্ছে- বলছেন বিশেষজ্ঞরা। জীবনযাত্রার মান বৃদ্ধির এই চাপ সামলাতে কিছু ক্ষেত্রে ভর্তুকির ব্যাবস্থা নিতে সরকারের প্রতি আহ্বানও জানান বিশেষজ্ঞরা।

news24bd.tv নাজিম