রোহিঙ্গা সন্ত্রাসীদের ইঙ্গিত করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ট্যুরিস্ট প্যালেসে রক্তের হোলি খেলা শুরু করেছে দুর্বৃত্তরা। তাদের দমনে পুলিশকে কঠোর হতে হবে। কক্সবাজারে এসব চলতে পারে না।
তিনি বলেন, কক্সবাজারে দেশের অন্যতম পর্যটন স্পট।
আজ বিকেলে কক্সবাজারে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ট্যুরিস্ট পুলিশের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ আগের মতো তলাবিহীন ঝুড়ি নয়, এখন স্বপ্নের দেশ। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
তিনি বলেন, উখিয়া-টেকনাফে মানবিক আশ্রয়ে থাকা রোহিঙ্গারা সন্ত্রাসী কর্মকাণ্ড পরিহার না করলে তাদের পরিণাম ভালো হবে না। রক্তের হোলি খেলায় মাতবেন না।
আরও পড়ুন:
তারেক বিলাসী জীবনের টাকা কোথায় পায়, প্রশ্ন প্রধানমন্ত্রীর
ধর্ষণ মামলায় জামিন পেলেন একাত্তর টিভির শাকিল আহমেদ
নির্ধারণ হলো লঞ্চের সর্বনিম্ন ভাড়া
রোহিঙ্গাদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, নিজ দেশে বাস্তুচ্যুত হয়ে এপারে এসেছেন, মানবিক আশ্রয় পেয়েছেন। সরকার ও বিশ্ব সহায়তায় আরামে খাচ্ছেন, ভালোভাবে থাকেন। সন্ত্রাসী কর্মকাণ্ড পরিহার করুন, তা নাহলে আইনগত কঠোরতায় পড়তে হবে। মাদক ও মানবপাচারে জড়িতদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
news24bd.tv নাজিম