খিচুড়ি খেয়ে গুরুতর অসুস্থ, একই পরিবারের ৮ জন হাসপাতালে

খিচুড়ি খেয়ে গুরুতর অসুস্থ, একই পরিবারের ৮ জন হাসপাতালে

অনলাইন ডেস্ক

খিচুড়ি খেয়ে একই পরিবারের আটজন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে রয়েছে। মাগুরার শালিখার এই ঘটনায় তারা যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। গত বুধবার মাগুরা জেলার শালিখা বাজারে এ ঘটনা ঘটেছে।

অসুস্থরা হলেন- একলাস হোসেন (৪৫), তার স্ত্রী আয়সা বেগম (৩০), মেয়ে সাদিয়া (১৪), ছেলে জুবায়ের (৮), একলাসের ভাই হুসাইন (৩২), স্ত্রী তানজিলা (২৫), ছেলে মিরাজ (৮) ও দেড় বছরের ছেলে নিরব।

অসুস্থ একলাসের বড়ভাই ইকরাম হোসেন মিন্টু জানান, বুধবার সকালে বাসায় খিচুড়ি রান্না হয়। পরিবারের যে আটজন খিচুড়ি খেয়েছে তাদের সবাই বমিসহ মাথা ঘুরিয়ে নিস্তেজ হয়ে পড়ে। পরে আটকজনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন:

ইতালিতে মাফিয়াদের বড় ধরণের বিচার প্রক্রিয়া শুরু হয়েছে

তেলের দাম না বাড়ানোর আরো উপায় ছিলো

সন্তানদের উপর কতটা নজরদারি করা উচিত?

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. এম আব্দুর রশিদ জানান, খাবারের ভেতর কোনো বিষাক্ত কিছু ছিল যার ফলে বিষক্রিয়ায় এ অবস্থা হয়েছে।

২৪ ঘণ্টা পার না হলে রোগীদের অবস্থা কিছু বলা যাচ্ছে না।

news24bd.tv/এমি-জান্নাত 

এই রকম আরও টপিক