মহামারী করোনা ভাইরাসে গেলো ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে প্রাণ গেলো ২৭ হাজার ৯০১ জনের।
আর গেলো ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ২১৫ জন। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭১ হাজার ২২৮ জনে।
আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ছয়জনের মধ্যে তিনজন পুরুষ ও তিনজন নারী। এর মধ্যে ঢাকা বিভাগে মারা গেছেন চারজন এবং খুলনা বিভাগে দুইজন।
আরও পড়ুন:
তারেক বিলাসী জীবনের টাকা কোথায় পায়, প্রশ্ন প্রধানমন্ত্রীর
ধর্ষণ মামলায় জামিন পেলেন একাত্তর টিভির শাকিল আহমেদ
নির্ধারণ হলো লঞ্চের সর্বনিম্ন ভাড়া
সিলেট, রংপুর, চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে কেউ মারা যাননি।
গতকাল করোনায় চারজনের মৃত্যু হয়। শনাক্ত হয়েছিল ১৭৮ জনের। আর শনাক্তের হার ছিল ১ দশমিক ১৭ শতাংশ।
news24bd.tv নাজিম