পণ্য পরিবহন ধর্মঘট স্থগিত

পণ্য পরিবহন ধর্মঘট স্থগিত

নিজস্ব প্রতিবেদক

জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে চলমান পণ্য ধর্মঘট স্থগিতের ঘোষণা দিয়েছেন ট্রাক-কাভার্ড ভ্যান মালিক শ্রমিক নেতৃবৃন্দ। এই মুহুর্ত থেকে সারাদেশে পণ্য পরিবহন শুরু হবে বলেও জানিয়েছেন তারা।

সোমবার (৮ নভেম্বর) রাতে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠকে বসেন জ্বালানি তেলের দাম বাড়ানোয় ধর্মঘটে থাকা ট্রাক-কাভার্ড ভ‍্যান ও পণ্যবাহী যানবাহন মালিক-শ্রমিকরা।

বৈঠকে এই সিধান্ত হয়।

বৈঠকে ভাড়া পূননির্ধারণ করতে এফবিসিসিআই, বিকেএমই, বিজিএমইএর মতো পণ্য পরিবহনে যুক্ত সংগঠনের সাথে আলোচনা করার সুপারিশ করা হয়।   পণ্য পরিবহন নিয়ে মালিক শ্রমিক আলোচনা করে কতটা দাম বাড়বে তানিয়ে সিদ্ধান্ত হবে বঠৈকে এমন আলোচনায় হয়েছে।

বৈঠকে সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার এবং মালিক-শ্রমিক নেতারাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

news24bd.tv/আলী

এই রকম আরও টপিক