সোনার খনি ধসে ১৮ জনের মৃত্যু, আরও হতাহতের সম্ভাবনা

সোনার খনি ধসে ১৮ জনের মৃত্যু, আরও হতাহতের সম্ভাবনা

অনলাইন ডেস্ক

পশ্চিম আফ্রিকার দেশ নাইজারের দক্ষিণাঞ্চলে একটি সোনার খনি ধসে অন্তত ১৮ জন নিহত হয়েছে। আহত আরও ৭ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। খবর আল-জাজিরার।

স্থানীয় দান-ইসা শহরের মেয়র আদামু গুয়েরাও সংবাদমাধ্যম আল-জাজিরাকে বলেছেন, প্রাথমিকভাবেই ১৮ জনের মৃত্যু নিশ্চিত হওয়া গেছে।

সোমবার সকালে তাদের দাফন করা হয়েছে। ওই খনিতে আহতদের মধ্যে নাইজেরিয়ার নাগরিকও রয়েছে।

তিনি আরও বলেন, রোববার একটি খনিতে বিস্ফোরণ হলে এ দুর্ঘটনা ঘটে।  

স্থানীয় সূত্র জানায়, এখনো উদ্ধারকাজ চলছে।

পিটের নিচে আরও মৃতদেহ থাকতে পারে।

গারিন-লিমান নামের ওই খনি এলাকাটি মাত্র কয়েক মাস আগেই আবিষ্কৃত হয়েছে। কয়েক হাজার খননকারী এই খনিটিতে কাজ করে।

কয়েক দশক ধরেই নাইজারের সোনার খনিগুলোতে বেশ ভালো সম্ভাবনা দেখা যাচ্ছে, বিশেষত পশ্চিম টিলাবেরি অঞ্চল ও লিবিয়ার উত্তরে কয়েকবার বিদ্রোহও দেখা গেছে। তবে পুরান আমলের খনন পদ্ধতি এবং ভূমির অস্থিতিশীলতার জন্য এ ধরনের ঘটনাও সেখানে খুব বেশি পরিমাণে ঘটে থাকে।

২০১৭ সালে দেশটির সরকার এ শিল্পকে আধুনিক করার উদ্দেশ্যে এমন বহু খনি বন্ধ করে দিয়েছে।

আরও পড়ুন:

সেমিফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে বড় ধাক্কা


news24bd.tv/ নকিব