স্কুল বাসের সিগনালে না থামলে ২৩ হাজার টাকা জরিমানা

স্কুল বাসের সিগনালে না থামলে ২৩ হাজার টাকা জরিমানা

অনলাইন ডেস্ক

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির নতুন ট্রাফিক আইনে কিছু পরিবর্তন আনা হয়েছে। বিশেষত স্কুল বাসের 'স্টপ' সিগনালে থামতে হবে সকল যানবাহনকে। নয়তো গুণতে হবে জরিমানা। খবর খালিজ টাইমসের।

সোমবার এক ভিডিও শেয়ার করে আবুধাবি পুলিশ। এখানে বলা হয়, যখন কোন স্কুলবাস 'স্টপ' সিগনাল দিয়ে রাস্তায় থেমে শিক্ষার্থীদের তুলে নেবে তখন বাকি সকল মোটরযানকেও থামতে হবে।  

আইনে বলা হয়েছে, এক লেনের রাস্তায় স্কুলবাসের সিগনালে অন্তত ৫ মিটার দূরত্ব রেখে উভয়দিকের সকল মোটরযানকে থামতে হবে। আর দুই লেনের রাস্তায় যেদিকে স্কুলবাস থামবে, সেদিকের সকল মোটরযানকে অন্তত ৫ মিটার দূরত্ব রেখে থামতে হবে।

এই নিয়ম ভঙ্গ করলে ১ হাজার দিরহাম বা সাড়ে ২৩ হাজার টাকা পর্যন্ত জরিমানা এবং ১০ ব্লাক ট্রাফিক পয়েন্ট যোগ করা হবে।

এর আগে আবুধাবি পুলিশ জানায়, ১৭ শতাংশ গাড়ি স্কুলবাসের 'স্টপ' সিগনাল দেখলেও গাড়ি থামান না। এতে স্কুল শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

আরও পড়ুন:

স্নাতক পাসে বিকাশে চাকরির সুযোগ


news24bd.tv/ নকিব