খাবারের লোভ দেখিয়ে ১৫ বছর বয়সী এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে অরবিন্দ (২৪) নামের এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে ভারতের খড়্গপুরে। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ধর্ষণের শিকার ওই কিশোরী দাদা-দাদির সঙ্গে থাকতেন। কিশোরীর বাড়ির ঠিক উল্টো দিকের একটি বাড়িতে যাতায়াত ছিল অভিযুক্ত যুবকের। গত শনিবার বিকেলে কিশোরীকে খাবারের লোভ দেখিয়ে মোটরসাইকেলে করে কিছুটা দূরে নিয়ে যায় অভিযুক্ত যুবক অরবিন্দ।
এরপর একটি পাম্প হাউজে নিয়ে ধর্ষণের পর বেঁধে রাখে তাকে। এরপর রাত ১২টার দিকে নিজেই কোনওমতে বাঁধন খুলে বাড়িতে যায় কিশোরী। এরপর ইশারার মাধ্যমে নিজের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বর্ণনা দেয় সে। এই ঘটনায় অভিযুক্ত ওই যুবককে নিজেদের হেফাজতে নিয়েছেন পুলিশ। ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু হয়েছে।
এলাকার কাউন্সিলর প্রদীপ সরকার জানান, ‘রেলের পাম্পহাউসের চাবি তো রেল কর্মীদের কাছেই থাকার কথা। কীভাবে তা বহিরাগতদের কাছে গেল? যারা এই ঘটনার সঙ্গে যুক্ত, তাদের কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক। ’
আরও পড়ুন
বসুন্ধরার এমডিকে হত্যার চেষ্টার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন
news24bd.tv এসএম