মানিকগঞ্জের পাটুরিয়ায় ৫ নম্বার ঘাটে ডুবে যাওয়া ফেরি আমানত শাহ উদ্ধারে আজ সকাল থেকে কাজ শুরু করেছে বেসরকারি প্রতিষ্ঠান জেনুইন এন্টারপ্রাইজের কর্মীরা।
গতকাল সোমবার (৮ নভেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ৮৫ ভাগ উদ্ধার কাজ শেষ হয়। আজকে ফেরির ভেতরের পানি বের করার প্রক্রিয়া চলছে।
এ ছাড়া ছিদ্রগুলো বন্ধ করা শেষে এটি ভাসানো হবে।
মঙ্গলবার (৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে জেনুইন এন্টারপ্রাইজের ম্যানেজার অজয় দেবনাথ ফেরির উদ্ধারের বিষয়ে এ তথ্য জানিয়েছেন।
আরও পড়ুন
স্বল্প খরচে ৪০ হাজার কর্মী নেবে রোমানিয়া
সেদিন আমার কাছে আসলে ২ বাচ্চার মার কাছে ধরা খেতে হতো না: সুবাহ
কিশোরীকে বিয়ে করতে ব্যর্থ জোরপূর্বক ধর্ষণ
গোসলের ভিডিও ধারণ, ব্ল্যাকমেইল করে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ
জেনুইন এন্টারপ্রাইজের ব্যবস্থাপক অজয় দেব নাথ বলেন, আমানত শাহ ফেরি উদ্ধারে অর্ধশত কর্মী কাজ করছে। ফেরি উদ্ধারে ৮৫ ভাগ কাজ শেষ হয়েছে।
তিনি আরও বলেন, পানি অপসারণ শেষ হলেই ফেরিটির পেছনের ইঞ্জিনের অংশ উইন্স বার্জ দিয়ে টেনে তোলা হবে। পেছনের অংশে কোনো ছিদ্র থাকলে সেগুলো মেরামত করে ফেরিটিকে প্রাথমিকভাবে ভাসানো হবে এবং ভাসমান অবস্থায় কিছুক্ষণ পর্যবেক্ষণে রাখা হবে। সব ঠিক থাকলে এক-দুই দিনের মধ্যেই জেনুইন এন্টারপ্রাইজ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমানত শাহ ফেরিটি হস্তান্তর করা হবে বলে জানান তিনি।
news24bd.tv/ তৌহিদ