প্রায় দুই মাস ধরে  লা পালমা দ্বীপের অগ্নুৎপাত চলছে

প্রায় দুই মাস ধরে লা পালমা দ্বীপের অগ্নুৎপাত চলছে

অনলাইন ডেস্ক

প্রায় দুই মাস ধরে স্পেনের লা পালমা দ্বীপের আগ্নেয়গিরি অগ্নুৎপাত অব্যাহত রয়েছে। জীবন বাঁচাতে এলাকাটি ছেড়ে যেতে বাধ্য হয়েছেন স্থানীয় বাসিন্দারা।

মার্কিন সংবাদমাধ্যম এপি জানায়, দ্বীপটিতে যেভাবে লাভা নির্গত হচ্ছে তাতে দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে পরিস্থিতি। আগুনের তীব্রতা এতটাই বেশি যে আটলান্টিকের কাছাকাছি ২০ হাজার একরের বেশি এলাকাজুড়ে বিশেষ সতর্কতা জারি হয়েছে।

আরও পড়ুন

আরবী পড়তে গিয়ে যৌন নিপীড়নের শিকার শিশু!

সম্পূর্ণ নতুন আলোয় সৌদির পর্যটন স্থান দেখার সুযোগ

স্বল্প খরচে ৪০ হাজার কর্মী নেবে রোমানিয়া

এরইমধ্যে পুড়ে ছাই হয়ে গেছে শতশত বাড়িঘর ও স্থাপনা। লা পালমা দ্বীপে লাভা, দূষিত কণা ও ছাইয়ের কারণে যে ভূ-প্রাকৃতিক পরিবর্তন হচ্ছে, অগ্ন্যুৎপাত থেমে গেলেও দীর্ঘদিন এর নেতিবাচক প্রভাব রয়ে যাবে বলে জানিয়েছেন বিশ্লেষকরা। শুধু নিরাপত্তা বাহিনীর সদস্য ও গবেষক ছাড়া ওই অঞ্চলে অন্যদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন।

news24bd.tv/এমি-জান্নাত