পর্যটক ভিসায় ভারতে ৩০ দিন থাকার সুযোগ

পর্যটক ভিসায় ভারতে ৩০ দিন থাকার সুযোগ

অনলাইন ডেস্ক

আগামী ১৫ নভেম্বর থেকে পর্যটক ভিসায় নিয়মিত ফ্লাইটে ভারতে যাওয়ার সুযোগ পাবে বাংলাদেশিরা। প্রায় দেড় বছর পর এই সুযোগ পাচ্ছে তারা। প্রাথমিকভাবে এই ভিসায় থাকা যাবে ৩০ দিন।

ঢাকায় ভারতের হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী মঙ্গলবার আখাউড়া স্থলবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান।

করোনা মহামারী শুরুর পর গত বছর বিদেশিদের সব ধরনে ভিসা দেওয়া বন্ধ করে দেয় ভারত। পরে সংক্রমণ কমে আসলে ব্যবসা, চিকিৎসাসহ অন্যান্য প্রয়োজনে ভারতে যাওয়ার সুযোগ দিলেও পর্যটকদের জন্য সীমান্ত বন্ধই রাখে দেশটির সরকার।

আরও পড়ুন

প্রায় দুই মাস ধরে লা পালমা দ্বীপের অগ্নুৎপাত চলছে

আরবী পড়তে গিয়ে যৌন নিপীড়নের শিকার শিশু!

সম্পূর্ণ নতুন আলোয় সৌদির পর্যটন স্থান দেখার সুযোগ

স্বল্প খরচে ৪০ হাজার কর্মী নেবে রোমানিয়া

অবশেষে গত অক্টোবরে পর্যটকদের প্রবেশের ঘোষণা দেয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

শুরুতে ১৫ অক্টোবর থেকে কেবল চার্টার্ড ফ্লাইটের যাত্রীদের পর্যটন ভিসায় ভারতে যাওয়ার সুযোগ দেওয়া হয়।

পরে সবার জন্য সে সুযোগ উন্মুক্ত করে দেওয়া হচ্ছে ১৫ নভেম্বর থেকে। করোনা পরিস্থিতির কারণে পর্যটক ভিসায় কেবল নির্ধারিত এয়ার বাবল ফ্লাইটেই পর্যটকরা বাংলাদেশ থেকে ভারতে যেতে পারবেন।

ভবিষ্যতে সড়ক ও রেলপথে ভারত ভ্রমণের জন্যও ট্যুরিস্ট ভিসা চালুর ব্যাপারে আশা ব্যক্ত করে দোরাইস্বামী বলেন, এখন ১২০ দিন মেয়াদের সিঙ্গেল এন্ট্রি ভিসা দেওয়া হবে। এ ভিসায় সর্বোচ্চ ৩০ দিন ভারতে অবস্থান করা যাবে।

আখাউড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা আক্তার এবং আখাউড়া থানার ওসি মিজানুর রহমান এ সময় উপস্থিত ছিলেন।

news24bd.tv/এমি-জান্নাত