স্বামীর বিরুদ্ধে আবারও যৌন হেনস্তা ও শারীরিক নির্যাতনের অভিযোগ আনলেন বলিউড অভিনেত্রী পুনম পাণ্ডে। এ ঘটনায় পুনমের স্বামী স্যাম বোম্বেকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ।
স্যামের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার পরেই হাসপাতালে ভর্তি হন পুনম। তার মাথায়, চোখ ও মুখে নির্যাতনের চিহ্ন আছে।
মুম্বাই পুলিশের এক কর্মকর্তা জানান, ভারতীয় দণ্ডবিধির নানা ধারায় স্যামের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। তার স্ত্রী মাথা, মুখ এবং চোখে খুবই খারাপ ভাবে আঘাত পেয়েছেন।
আরও পড়ুন
স্ত্রীর পর শ্যালিকা অন্তঃসত্ত্বা, যুবক গ্রেপ্তার
চীন রাজ্যে মিয়ানমার সেনাবাহিনীর তীব্র সহিংসতা
দ্বিতীয় দিনের ধর্মঘটেও ভোগান্তিতে মানুষ, গুনতে হচ্ছে বাড়তি ভাড়া
গত বছর সেপ্টেম্বরে বান্দ্রায় নিজেদের বাড়িতে এক ঘরোয়া আয়োজনে বিয়ে করেন পুনম ও স্যাম। এর আগে দুই বছর তারা একসঙ্গে ছিলেন। নানা সময়ে বিতর্কিত কাণ্ড করে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছেন পুনম পাণ্ডে।
news24bd.tv/আলী