চাইনিজদের ইঁদুর বর্ষ আছে বলে কি তারা ইঁদুর হয়ে আছে?

চাইনিজদের ইঁদুর বর্ষ আছে বলে কি তারা ইঁদুর হয়ে আছে?

Other

জাতীয় পশু সিংহ হলেই কোন জাত সিংহের মতো হয়ে উঠে না। তেমনি জাতীয় পশু ইঁদুর হলেই কোন জাত ইঁদুর হয়ে যায় না। ডেনিশদের জাতীয় পশু কাঠবিড়ালী।

কিন্তু জাতে ডেনিশরা কয়েকশ বছর ধরে ধনে, জ্ঞানে, উদ্ভাবনে সেরা।

কাঠবিড়ালীর মতো নিরীহ হয়ে থাকেনি।

আরও পড়ুন

প্রায় দুই মাস ধরে লা পালমা দ্বীপের অগ্নুৎপাত চলছে

আরবী পড়তে গিয়ে যৌন নিপীড়নের শিকার শিশু!

সম্পূর্ণ নতুন আলোয় সৌদির পর্যটন স্থান দেখার সুযোগ

স্বল্প খরচে ৪০ হাজার কর্মী নেবে রোমানিয়া

চাইনিজদের ইঁদুর বর্ষ আছে। তাই বলে চাইনিজরা কি ইঁদুর হয়ে আছে? সারা দুনিয়াকে নিয়ন্ত্রণের লক্ষ‍্য নিয়ে এগিয়ে যাচ্ছে ওরা। জাতীয় পশু দিয়ে জাতে উঠা যায় না।

গর্জে উঠা যায় না। গর্জে উঠতে হলে চাই বিশ্বমানের জনশক্তি। বিশ্বমানের ব‍্যবস্থাপনা।

লেখাটি রউফুল আলম ​-এর ফেসবুক থেকে নেওয়া (সোশ্যাল মিডিয়া বিভাগের লেখার আইনগত ও অন্যান্য দায় লেখকের নিজস্ব। এই বিভাগের কোনো লেখা সম্পাদকীয় নীতির প্রতিফলন নয়। )

news24bd.tv/এমি-জান্নাত 

এই রকম আরও টপিক