শুটিং সেটেই  পরীক্ষার প্রস্তুতি নিলেন দিঘী

শুটিং সেটেই পরীক্ষার প্রস্তুতি নিলেন দিঘী

Other

চলচ্চিত্র ক্যারিয়ারে বঙ্গবন্ধুর বায়োপিকে অভিনয় করা জীবনের সেরা অর্জন বলে মনে করেন প্রার্থনা ফারদিন দিঘী। এরইমধ্যে শেষ করেছেন শুটিংও। ফজিলাতুন্নেছা মুজিব ওরফে ‘রেনু’র কিশোরী বেলার চরিত্রে দেখা যাবে এই অভিনেত্রীকে। নিউজ টোয়েন্টিফোরকে জানালেন মুম্বাই এ শুটিং এর অভিজ্ঞতা এবং তার বর্তমান ব্যস্ততা।

 

শিশুশিল্পী হিসেবে প্রায় ৩৬টি চলচ্চিত্রে অভিনয় করে প্রার্থনা ফারদিন দিঘি। তিন বার অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এরইমধ্যে নায়িকা হিসেবে চলচ্চিত্রে অভিষেকও ঘটেছে তার।  

প্রথম সিনেমা ব্যবসা সফল না হলেও দিঘি এসেছেন আলোচনায়।

চুক্তিবদ্ধ হয়েছেন আরো দেড় ডজন সিনেমায়। শেষ করেছেন বঙ্গবন্ধুর বায়োপিকের শুটিং। জানালেন শ্যাম বেনেগালের পরিচালনায় “বঙ্গবন্ধু”র বায়োপিকে শুটিং এর অভিজ্ঞতা।

আরও পড়ুন:

কাজ করতে ৯শ কোটির প্রয়োজন নাই, ১০ কোটি দিয়েও সম্ভব: মাশরাফী


একযুগ আগের সেই দিঘী এবার এইচএসসি পরিক্ষার্থী। জানালেন শুটিং সেটেই নিয়েছেন পরীক্ষার প্রস্তুতি।

বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত “বঙ্গবন্ধু” বায়োপিকের মুম্বাই অংশের শুটিং শেষ হয়েছে। শিগগির বাংলাদেশে শুরু হবে সিনেমাটির শেষ লটের দৃশ্যধারণের কাজ।  

news24bd.tv রিমু  

এই রকম আরও টপিক