বিক্রি হল মোনালিসার রেপ্লিকা, দাম কত?

বিক্রি হল মোনালিসার রেপ্লিকা, দাম কত?

Other

নানা জল্পনাকল্পনার পর অবশেষে প্যারিসের নিলামে বিক্রি হলো লিওনার্দো দা ভিঞ্চির বিখ্যাত চিত্রকর্ম মোনালিসার ৪শ বছরের পুরোনো রেপ্লিকা। গতকাল মঙ্গলবার ২ লাখ ১০ হাজার ইউরোতে বিক্রি হয়েছে চিত্রটি। যা বাংলাদেশী টাকায় প্রায় ২ কোটি ৮ লাখ ৩৬ হাজার টাকারও বেশি।  

৫শ বছর আগে মোনালিসার চিত্রকর্মটি এঁকেছিলেন রেনেসাঁ যুগের বিখ্যাত চিত্রশিল্পী লিওনার্দো দা ভিঞ্চি।

ফরাসি রাজা প্রথম ফ্রান্সিস আসল ছবিটি কিনেছিলেন ১৫১৮ সালে। যা বর্তমানে সংরক্ষিত আছে প্যারিসের লুভর মিউজিয়ামে। সেই আসল ছবিটি আঁকার ৮০ থেকে ৯০ বছর পর সেই ছবিটিরই একটি বেশ বিশ্বস্ত নকল এঁকেছিলেন অজ্ঞাত এক শিল্পী। আর সেই রেপ্লিকাটিই নিলামে বিক্রি হলো মঙ্গলবার।
 

আরও পড়ুন:

প্রেমিকের বাড়িতে একসঙ্গে ৪ তরুণীর অনশন, ধরা পড়ে আত্মহত্যার চেষ্টা

বিয়ের পূর্বে যৌনতা যে গ্রামের রীতি


আসলটির মতোই নিখুঁত আঁকা ছবিটি বিক্রি হলো ২ লাখ ১০ হাজার ইউরোতে। যেখানে ফরাসি নিলামঘর আর্টকিউরিয়ালের ধারণা ছিল, সর্বোচ্চ দাম পাওয়া হতে পারে দেড় থেকে দু লাখ ইউরো।

গেল বছরের জুনেও নিলামে উঠেছিল মোনালিসার আরও একটি কপি। তিনশো বছরের পুরোনো সে কপিটি ২৯ লাখ ইউরোতে কিনে নিয়েছিলেন ইউরোপীয় এক সংগ্রাহক।

news24bd.tv রিমু