মালালা কি এখন বুঝতে পেরেছেন, মানুষকে কেন বিয়ে করতে হয়?

মালালা কি এখন বুঝতে পেরেছেন, মানুষকে কেন বিয়ে করতে হয়?

Other

শান্তিতে আধা নোবেল পুরস্কারজয়ী মালালা ইউসুফজাই বিয়ে করেছেন। পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্মকর্তা আসার মালিককে জীবনসঙ্গী হিসেবে বেছে নিলেন তিনি। যুক্তরাজ্যের বার্মিংহামে তাঁদের বিয়ে হয়েছে।

মঙ্গলবার রাতে মালালা এক টুইট বার্তায় নিজের বিয়ের খবর জানিয়ে মালালা লিখেছেন, ‘...আসার এবং আমি সারা জীবনের জন্য গাঁটছড়া বেঁধেছি।

... বাকি জীবন আমরা একসঙ্গে কাটাতে চাই। ’

গত জুলাই মাসে বিখ্যাত মার্কিন ফ্যাশন ম্যাগাজিন ভোগকে দেওয়া এক সাক্ষাৎকারে বিয়ে নিয়ে তার মূল্যায়ন ছিল ‘আমি বুঝতে পারি না, কেন মানুষকে বিয়ে করতে হয়। আপনি যদি জীবনে একজন ব্যক্তিকে পেতে চান তবে কেন কাগজপত্রে স্বাক্ষর করতে হবে, কেন এটি কেবল অংশীদারি হতে পারে না?’

বিয়ের সংবাদ ছড়িয়ে পড়ার সাথে সাথেই বিয়ে সম্পর্কিত তার সেই বক্তব্য আলোচনায় উঠে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই প্রশ্ন করছেন, তাহলে কি মালালা এখন বুঝতে পেরেছেন, মানুষকে কেন বিয়ে করতে হয়?

আমার ধারণা সবাই কেন বিয়ে করে সেটা বাস্তব অভিজ্ঞতা থেকে বুঝতে মালালা বিয়ে করেছেন এবং সহসাই তিনি বুঝতে পারবেন যে এটি ভুল ছিল! ফলে এই এক ভুল তিনি দ্বিতীয়বার আর করবেন না বলেও আশা করা যায়।

ঠিক আমার মতো!

আরও পড়ুন


বকশিশ ৫০ টাকা কম দেয়ায় অক্সিজেন খুলে দিলো ওয়ার্ড বয়, রোগীর মর্মান্তিক মৃত্যু

news24bd.tv এসএম