বাড়তি ভাড়া আদায় ঠেকাতে ভ্রাম্যমাণ আদালতের

বাড়তি ভাড়া আদায় ঠেকাতে ভ্রাম্যমাণ আদালতের

অনলাইন ডেস্ক

যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় ঠেকাতে রাজধানীতে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ সকাল থেকে রাজধানীর শাহবাগ এলাকায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নির্বাহী হাকিমের নেতৃত্বে পৃথক এ অভিযান পরিচালনা করা হয়।

 এ সময় নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া নেয়ায় ডিজেল চালিত ৫টি বাসকে জরিমানা করা হয়। অভিযানে ‘স্বাধীন এক্সপ্রেস পরিবহন’ এর একটি বাসকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আরও পড়ুন


রহস্য আর যৌনতায় ভরা ‘মন্দার’র ট্রেলার (ভিডিও)


বিআরটিএর নির্বাহী হাকিম শাকিলা বিনতে মতিন সাংবাদিকদের জানান, “মূলত মূল্য তালিকা টানানো হয়েছে কি না, সরকার কর্তৃক নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিচ্ছে কি না এবং গ্যাসে চালিত বাসে ডিজেল চালিত বাসের মতো বেশি ভাড়া নিচ্ছে কি না তা লক্ষ্য করা হচ্ছে। সকাল ১১টা পর্যন্ত ৩০টির মতো গাড়ি থামিয়ে যাত্রীদের সঙ্গে কথা বলা হয়েছে জানিয়ে তিনি বলেন, এই পর্যন্ত পাঁচটি গাড়িকে জরিমানা করা হয়েছে।

news24bd.tv/ কামরুল