পোল্যান্ড-বেলারুশের উত্তেজনা বাড়ছে

পোল্যান্ড-বেলারুশের উত্তেজনা বাড়ছে

অনলাইন ডেস্ক

শরণার্থী সঙ্কট নিয়ে পোল্যান্ড-বেলারুশের মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে। সীমান্তে এমন পরিস্থিতির পেছনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হাত রয়েছে বলে অভিযোগ তুলেছেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী মাতায়ুজ মোরাভিয়েস্কি।

বিবিসি জানায়, বেলারুশের কতৃত্ববাদী নেতা পুতিনের ঘনিষ্ট বলে মন্তব্য করেছেন মোরাভিয়েস্কি। প্রবল শীতের মধ্যে বেলারুশ-পোল্যান্ড সীমান্তে ইউরোপে প্রবেশের চেষ্টা চালাচ্ছে প্রায় দুই হাজারের মতো শরণার্থী।

 

আরও পড়ুন

শাকিল বলতেন আমার বাসায় দম নিতে পারিনা : ডা. তৃণা

বাংলাদেশের বিপক্ষে ৫০ রানও হলো না জিম্বাবুয়ে দলের

 

যাদের অধিকাংশই ইরাক থেকে আগত বলে তথ্য পাওয়া গেছে। পোল্যান্ডের অভিযোগ, ইইউ ভুক্ত দেশগুলোতে অভিবাসন প্রত্যাশী শত শত মানুষকে পোল্যান্ড সীমান্ত হয়ে ঢুকতে উৎসাহিত করে বেলারুশ উস্কানি যোগাচ্ছে। নিজেদের সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে পোল্যান্ড সরকার।

news24bd.tv/এমি-জান্নাত