চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে বিশ্লেষকদের পূর্বাভাসের চেয়েও বেশি মুনাফা পেয়েছে ডিজিটাল পেমেন্ট কোম্পানি পেপাল। করোনা মহামারীর অন্যতম বিজয়ী হিসেবে কোম্পানিটি আবির্ভুত হয়েছে বলে জানিয়েছে রয়টার্স।
সংবাদমাধ্যমটি জানায়, কভিড মহামারীতে আরও বেশি গ্রাহক অনলাইনে চলে এসেছেন এবং বিল পরিশোধে ডিজিটাল পরিষেবাগুলোকেই বেছে নিচ্ছেন।
আরও পড়ুন
শরণার্থী সঙ্কট নিয়ে পোল্যান্ড-বেলারুশের মধ্যে উত্তেজনা বাড়ছে
শাকিল বলতেন আমার বাসায় দম নিতে পারিনা : ডা. তৃণা
বাংলাদেশের বিপক্ষে ৫০ রানও হলো না জিম্বাবুয়ে দলের
গেল ৩০ সেপ্টেম্বরে শেষ হওয়া প্রান্তিকে পেপালের মুনাফার পরিমান পৌঁছেছে ১০৯ কোটি ডলারে।
news24bd.tv/এমি-জান্নাত