জোয়ারের পানিতে তলিয়ে যায় বেশিরভাগ এলাকা

চট্টগ্রামের খালগুলো এখন ময়লার ভাগাড়

Other

চট্টগ্রামের খালগুলো এখন ময়লার ভাগাড়। বৃষ্টি নয় জোয়ারের পানিতে তলিয়ে যায় চকবাজারসহ অধিকাংশ এলাকা। সিডিএ’র জলাবদ্ধতা নিরসনের মেগা প্রকল্পে সুফল না পাওয়ায় হতাশ ভুক্তভোগীরা।  

সিডিএ বলছে ,৬০ শতাংশ কাজ শেষ, সুফল মিলবে পুরো কাজ শেষ হলে।

আর নগর বিশ্লেষকরা বলছেন, সিডিএ ও সিটি কর্পোরেশনের মধ্যে সমন্বয় না থাকলে মিলবেনা এই প্রকল্পের সুফল।  

চট্টগ্রামের দুঃখ চাক্তাই খাল। উভয় পারের মানুষ এই খালকে আবর্জনার ভাগাড় হিসেবেই ব্যবহার করে। তাই বৃষ্টি নয় প্রতিদিন দু’বার জোয়ায়ের পানিতে ডুবে যায় নগরের চকবাজারসহ বেশ কিছু এলাকা।

 

আরও পড়ুন


বাড়তি ভাড়া আদায় ঠেকাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

নারীর সঙ্গে পরকীয়া, এ নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া অতঃপর...

কোহলির ৯ মাস বয়সী কন্যাকে ধর্ষণের হুমকি, আটক ১


শুধু এই খাল নয় নগরের আরো ৩৫টি খালের অবস্থাও  খারাপ। সিডিএ বলছে, জলাবদ্ধতা প্রকল্পের ৬০ শতাংশ কাজ শেষ। পুরো শেষ হলেই মিলবে সুফল।

জলাবদ্ধতা নিরসনে মেগা প্রকল্পের আওতায় খাল উদ্ধারে উচ্ছেদ অভিযান এখনও চলমান রয়েছে বলে জানিযেছে সিডিএ।

news24bd.tv/ কামরুল