ফেসবুক আসক্তি কমাতে হবে :  ড. জাফর

ফেসবুক আসক্তি কমাতে হবে : ড. জাফর

অনলাইন ডেস্ক

বর্তমানে শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি মনোযোগ কমে গেছে উল্লেখ করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষাবিদ এবং সাবেক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল বলেছেন, তারা ফেসবুকে বেশি সময় ব্যয় করছে। এটা শুধু বাংলাদেশে না, সারা বিশ্বে একটা বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। তাই শিক্ষার্থীদের ফেসবুকে কম সময় দিয়ে বইয়ের প্রতি আগ্রহ বাড়াতে হবে।

গতকাল বুধবার শাবি প্রেস ক্লাব কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

ড. জাফর ইকবাল বলেন, আমাদের শিক্ষার্থীরা শ্রেণিকক্ষ থেকে যা শিখতে পারে তার চেয়ে বেশি শিখতে পারে শ্রেণিকক্ষের বাইরে। এ ছাড়া বিভিন্ন সাংস্কৃতিক ও সহশিক্ষামূলক কর্মকাণ্ডগুলো থেকে বেশি শিখতে পারে তারা। এই শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা একজন প্রকৃত মানুষ হয়ে গড়ে উঠতে পারে।

আরও পড়ুন: 

ইংলিশ বোলারদের লন্ডভন্ড করে ফাইনালে নিউজিল্যান্ড

তিনি আরও বলেন, শাহজালাল বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থী যে বিষয়েই ভর্তি হোক না কেন, সে এখান থেকে পাস করার পর একজন যোগ্যতাসম্পন্ন লিডার হবে।

তাকে শিখতে হবে, তার আগ্রহ থাকতে হবে।

 news24bd.tv/এমি-জান্নাত