কোহলির ১০ মাস বয়সী মেয়েকে ধর্ষণের হুমকি, প্রকৌশলী আটক

কোহলির ১০ মাস বয়সী মেয়েকে ধর্ষণের হুমকি, প্রকৌশলী আটক

অনলাইন ডেস্ক

ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলির ১০ মাস বয়সী মেয়ে ভামিকা কোহলিকে ধর্ষণের হুমকি দেয় এক সফটওয়্যার প্রকৌশলী। ২৩ বছর বয়সী ওই প্রকৌশলীকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ। পুলিশের প্রতিবেদন অনুযায়ী, গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম শ্রীনিবাস আকুবাথিনি। তিনি হায়দরাবাদ প্রবাসী।

এএফপির খবরে জানা যায়, রামনাগেস সামাজিক যোগাযোগমাধ্যমে কোহলির মেয়েকে ধর্ষণ করার মন্তব্য টুইট করেন। এই মন্তব্যের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।  

ঘটনার পর দিল্লির নারী কমিশন (ডিসিডব্লিউ) দিল্লি পুলিশকে ঘটনাটি জানিয়ে নোটিশ পাঠায়। ডিসিডব্লিউর প্রধান স্বাতী মালিওয়াল টুইটারে এই তথ্য দিয়ে লিখেছেন,  মাত্র ৯ মাস বয়সের একটি মেয়েকে হুমকি দেওয়া এককথায় লজ্জাজনক।

যে দল আমাদের হাজার হাজার বার গর্বিত করেছে, হেরে যাওয়ার কারণে কেন তাদের এমন পরিস্থিতির শিকার হতে হবে?

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ভারতীয় দল ছিটকে পড়ার পর থেকেই অনলাইনে ব্যাপক সমালোচনা শুনতে হচ্ছে কোহলিদের।

আরও পড়ুন:

বিজ্ঞাপন নিষিদ্ধ করছে ফেসবুক!

ফেসবুক আসক্তি কমাতে হবে : ড. জাফর

ইংলিশ বোলারদের লন্ডভন্ড করে ফাইনালে নিউজিল্যান্ড

এদিকে মুম্বাই পুলিশ এরপর রামনাগেসকে যৌন হয়রানি, ভীতি প্রদর্শন, মানহানি এবং অশ্লীল আচরণের জন্য গ্রেপ্তার করে। এএফপিতে মুম্বাই পুলিশের এক সদস্য জানিয়েছেন, তাঁকে গ্রেপ্তার করা হয়েছে এবং মুম্বাইয়ে নিয়ে আসা হয়েছে।

 news24bd.tv/এমি-জান্নাত