ম্যাচ হেরে পিচের দোষ দিলেন ইংল্যান্ড অধিনায়ক

ম্যাচ হেরে পিচের দোষ দিলেন ইংল্যান্ড অধিনায়ক

অনলাইন ডেস্ক

গত ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে দেখা হয়েছিল এই দুই দলের। ম্যাচ না হেরেও অদ্ভুত নিয়মের বলি হয়েছিল নিউজিল্যান্ড। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল থেকে ইংলিশদের বিদায় করে দারুণ প্রতিশোধ নিল কেন উইলিয়ামসনের দল।  

তবে ম্যাচ হেরে এবার পিচের দোষ দিলেন ইংল্যান্ড অধিনায়ক মরগ্যান।

তিনি বলেন, আবুধাবির পিচ ছিল খুব খারাপ। তার ব্যাটসম্যানেরা মেরে খেলতে পছন্দ করে। তবে এই পিচে তারা তা করতে পারেননি।

গতকাল বুধবার টসে হেরে প্রথম ব্যাট করতে নেমে ইংল্যান্ড করেছিল ১৬৬ রান।

তবে ১৬৬ রান কিউইদের আটকানোর জন্য যথেষ্ট ছিল না। টানা ফর্মহীনতায় ভূগতে থাকা অধিনায়ক মরগ্যান তাই ম্যাচ শেষে পিচ নিয়ে আক্ষেপ করেন।

মরগ্যান বলেন, 'আমরা এমন পিচ পছন্দ করি যেখানে আমরা নিজেদের প্রকাশ করতে পারব এবং বিরোধীদের তুলোধোনা করতে পারব। আজ, আমরা এটা করতে পারি। আজকের পিচটি একটু ধীরগতির ছিল কিন্তু সম্পূর্ণ কৃতিত্ব ব্ল্যাক ক্যাপসদের। তারা যে লাইন এবং লেন্থে বোলিং করেছিল, সেটা খুবই সুশৃঙ্কল। তাদের স্পিনাররা ভালো বোলিং করেছেন। পেসাররা স্লোয়ারে আমাদের আটকে রেখেছিল। আমি মনে করি না শিশির বিশাল প্রভাব ফেলেছে। হয়তো কিছুটা ফেলেছে। ব্ল্যাক ক্যাপসরাই আমাদের ছাপিয়ে গেছে। '

আরও পড়ুন:

বকশিশ কম পেয়ে রোগীর অক্সিজেন খুলে দেয়া ওয়ার্ডবয় আটক


news24bd.tv/ নকিব