ইউরোপে নতুন অভিবাসী সংকট উসকে দেবার জন্য বেলারুশের বিরুদ্ধে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের অভিযোগ এনেছে পোল্যান্ড। বুধবার এক প্রতিবেদনে এ তথ্য দিয়েছে ভয়েস অব আমেরিকা।
সংবাদমাধ্যমটি জানায়, পোল্যান্ড তাদের সীমান্ত লঙ্ঘন করার প্রচেষ্টা বাড়তে দেখেছে এবং বেলারুশের দিকে হাজারো অভিবাসী পাঠিয়ে দিয়েছে। সীমান্তে আটকে পড়া ২ হাজারের বেশি আভিবাসীকে নিয়ে উদ্বেগ বেড়েছে, যাদের মধ্যে মধ্যপ্রাচ্য থেকে আসা কুর্দিদের সংখ্যাই বেশি।
আরও পড়ুন:
কোহলির ১০ মাস বয়সী মেয়েকে ধর্ষণের হুমকি, প্রকৌশলী আটক
ফেসবুক আসক্তি কমাতে হবে : ড. জাফর
এদিকে, সংকট নিরসনে বেলারুশের ওপর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। আগামী সপ্তাহেই নিষেধাজ্ঞা আরও প্রচারিত করা হবে বলে জানিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট ভন ডার লেন।
news24bd.tv/এমি-জান্নাত