নেত্রকোনায় প্রার্থী বললেন জয়ী হলেই করা হবে জবাই

নেত্রকোনায় প্রার্থী বললেন জয়ী হলেই করা হবে জবাই

Other

নির্বাচনে সুষ্ঠু ও সুন্দর পরিবেশ বিরাজমান। কোথাও নেই কোনো ভোট কারচুপি বা অপ্রিতীকর ঘটনা। এমনই মন্তব্য করে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চলমান ভোট পক্রিয়া নিয়ে জয়ের ব্যপারে চরম আশাবাদী ইউপি সদস্য এক প্রার্থী।

নির্বাচন পরিচালনায় দায়িত্বরতদের নিরপেক্ষ ভূমিকায় উচ্ছ্বসিত হয়ে সমর্থকদের নিয়ে মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন এক ইউপি সদস্য।

তিনি হলেন- নেত্রকোনা বারহাট্টা উপজেলার রায়পুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড সদস্য পদপ্রার্থী মো. মনজু মিয়া।

ভোট চলাকালীন সময় এলাকায় নিজের সমর্থকদের নিয়ে হাসি-আনন্দ আর বেশ হৈচৈ করতেই ব্যস্ত রয়েছেন মনজু। এমন পরিস্থিতি দেখে জানতে চাওয়া হয় নির্বাচনে ভোট চলাকালীন সময়ে একজন প্রার্থী হয়ে কিভাবে তিনি এতোটা চিন্তা মুক্ত?

জবাবে তিনি জানান, নির্বাচনে পরিবেশ নিরপেক্ষ। মাঠে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা দায়িত্বে রয়েছেন তারা বেশ নিরপেক্ষ ভূমিকা পালন করছেন।

সেক্ষেত্রে মোরগ মার্কা প্রতীক নিয়ে নিজের জয়ের ব্যপারে তিনি শতভাগ নিশ্চিত। একটি সুন্দর দেশী মোরগ নিয়ে তাই এলাকা মাতাচ্ছেন। মোরগটিকে নিয়ে তিনি বলেন, ভোটে পাশ করলেই মোরগের জীবন শেষ। কারণ পাশ করলেই মানুষ খাওয়ানোর জন্য মোরগটিকে করা হবে জবাই।

আরও পড়ুন


রায়পুরায় নির্বাচনী সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে ৩

news24bd.tv এসএম