চীনে 'অ্যান্টি-ভ্যালেন্টাইনস ডে' অনলাইন উৎসব

চীনে 'অ্যান্টি-ভ্যালেন্টাইনস ডে' অনলাইন উৎসব

অনলাইন ডেস্ক

আজ গ্রেগোরিয়ান বর্ষপঞ্জি অনুযায়ী নভেম্বরের ১১ তারিখ বা, ১১.১১ তারিখ। এই দিনটিকে ডাবল ইলেভেন বা সিঙ্গেলস ডে-ও বলা হয়ে থাকে কারণ আজকের দিনের তারিখটি চারটি এক দিয়ে প্রকাশ করা হয়ে থাকে। চীনে দিনটিকে অলিখিত অ্যান্টি-ভ্যালেন্টাইনস ডে হিসেবেও পালন করা হয়! খবর সিএনএন-এর।

২০০৯ সালের নভেম্বর আলিবাবা সর্বপ্রথম অ্যান্টি-ভ্যালেন্টাইনস ডে বা, সিঙ্গেল ডে-তে বিশেষ মূল্যছাড়ের ঘোষণা দেয়।

চীনে দিনটি যারা 'সিঙ্গেল' তারা এই দিনটি নিজেদের ভ্যালেন্টাইনস ডে পালন করতে নিজেদের জন্য শপিং করে থাকে। এবছর এই বিশেষ দিন উপলক্ষে চীনে প্রায় ১০ বিলিয়ন ডলারের কেনাকাটা করা হবে বলে ধারণা করা হচ্ছে।  

শুধু আলিবাবা নয়, অন্যান্য ই-কমার্স প্রতিষ্ঠানগুলো শুরু থেকেই এই দিনটিতে ডিসকাউন্ট দিতে শুরু করে। ফলে এই দিনটি ধীরে ধীরে চীনের বাইরে অন্য দেশগুলোতেও ছড়িয়ে পড়ে।

আলিবাবার অঙ্গপ্রতিষ্ঠান লাজাডা সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড এবং ভিয়েতনামে এই দিনটিত বিশেষ ছাড় দিয়ে থাকে।

আরও পড়ুন:

জ্বলন্ত গাড়িতে মেয়েকে ফেলে যাওয়ায় পিতার ২৮ বছর কারাদণ্ড


news24bd.tv/ নকিব