নাটোরের সিংড়ার ডাহিয়া ইউনিয়নের কাউয়াটিকরী গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭ বাড়ি পুড়ে ছাই। নাটোরের সিংড়া উপজেলার ২ নং ডাহিয়া ইউনিয়নের কাউয়াটিকরী গ্রামে বুধবার দিবাগত রাত ২ টায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ৭০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত ১ টায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে প্রথম আগুনের সূত্রপাত ঘটে পরে তা বসতবাড়িতে ছড়িয়ে পড়ে।
পরে কাউয়াটিকরী গ্রামবাসী ও পাশের গ্রামের মানুষ ছুটে এসে আগুন নেভায়। প্রায় ২ ঘন্টা ব্যাপী এই অগ্নিকাণ্ডে কাউয়াটিকরী গ্রামের জাফর মণ্ডল, শরিফুল মণ্ডল, জেহেল মণ্ডল, আবেদ মণ্ডল, সোহাগ আলী সহ ১৭ বাড়ি পুরে ছাই হয়ে যায়।
আরও পড়ুন:
বনানীর রেইনট্রি হোটেলে ধর্ষণ: সাফাতসহ ৫ জন খালাস
নোয়াখালীতে চেয়ারম্যান প্রার্থীসহ গুলিবিদ্ধ ৫
গৃহস্থালির এসব বাড়িতে থাকা, নগদ, টাকা, গহনা, ঘরের টিন সহ সংসারের আসবাবপত্র পুরে যায়। এতে প্রায় ৭০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা জানান। তবে এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছেন জাফর মণ্ডল। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
ডাহিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এম আবুল কালাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনা শোনার পর পরই রাতেই আমি ক্ষতিগ্রস্ত গ্রাম পরিদর্শন করেছি এবং ক্ষতিগ্রস্তদের খোঁজ খবর নিয়েছি।
news24bd.tv/ কামরুল