বিসিবির প্রস্তাব ফিরিয়ে দিলেন সালাহউদ্দিন

বিসিবির প্রস্তাব ফিরিয়ে দিলেন সালাহউদ্দিন

অনলাইন ডেস্ক

বিসিবির জাতীয় দলের সহকারী কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন কোচ মোহাম্মদ সালাহউদ্দিন। বর্তমান চাকরির প্রতি প্রতিশ্রুতি রক্ষা করতেই আপাতত জাতীয় দলের সাথে কাজ করতে পারছেন না দেশের অন্যতম সেরা এ কোচ। তবে প্রস্তাব পেলে হাইপারফরম্যান্স দলের দায়িত্ব নিতে চান সালাহউদ্দিন।

মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, আমাকে স্মরণ করেছেন এজন্য বোর্ডকে ধন্যবাদ দিতে চাই।

ভবিষ্যতে সময় সুযোগ হলে আমি অবশ্যই বোর্ডের সাথে কাজ করতে চাই, তবে এ মুহুর্তে আমার জন্য কাজ করাটা একটু কঠিন।

ক্লাব ও ফ্রাঞ্চাইজি ক্রিকেটের কোচিং করার পাশাপাশি মোহাম্মদ সালাউদ্দিন এখন মাসকো সাকিব ক্রিকেট একাডেমির সাথে জড়িত আছেন। এই একাডেমিতে প্রায় ৩০০ ক্রিকেটার রয়েছে। আর বর্তমান প্রতিষ্ঠানের প্রতি এই দায়বদ্ধতা থেকেই আপাতত বিসিবির প্রস্তাবকে ফিরিয়ে দিয়েছেন দেশবরেণ্য এই কোচ।

এ ব্যাপারে কোচ মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, এ অ্যাকাডেমিতে যতগুলা ছেলে এসেছে তারা প্রায় সবাই আমার জন্যই এসেছে। তো তাদেরকে ফেলে এখন কিভাবে যাই?

আরও পড়ুন:

শঙ্কা কাটিয়ে ফিরছেন শোয়েব-রিজওয়ান


news24bd.tv/ নকিব