অ্যাস্টন ভিলার দায়িত্বে স্টিভেন জেরার্ড

অ্যাস্টন ভিলার দায়িত্বে স্টিভেন জেরার্ড

অনলাইন ডেস্ক

ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলার কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন ইংল্যান্ড ও লিভারপুলের কিংবদন্তী খেলোয়াড় স্টিভেন জেরার্ড।

স্কটিশ ক্লাব রেঞ্জার্সের দায়িত্ব ছেড়ে অ্যাস্টন ভিলার দায়িত্ব নিলেন জেরার্ড। লিগে ১৩ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষে ছিল রেঞ্জার্স। অন্যদিকে ১১ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের ১৬ নম্বরে রয়েছে জেরার্ডের নতুন ক্লাব অ্যাস্টন ভিলা।

জেরার্ড ছাড়াই বেলজিয়ামের কোচ রবার্তো মার্টিনেজের সঙ্গেও আলোচনা করেছিল অ্যাস্টন ভিলা। কিন্তু শেষ পর্যন্ত জেরার্ডের সঙ্গেই আড়াই বছরের চুক্তি করেছে ক্লাবটি।

নতুন ক্লাবের দায়িত্ব নিয়ে জেরার্ড বলেছেন, ‘অ্যাস্টন ভিলার বর্ণাঢ্য ইতিহাস রয়েছে এবং ইংলিশ ফুটবলের সঙ্গে এটি ওতপ্রোতভাবে জড়িত। ক্লাবের নতুন হেড কোচ হতে পেরে আমি অত্যন্ত গর্বিত।

সামনের দিনগুলোতে ভালো করার জন্য মুখিয়ে রয়েছি আমি। ’

স্কটিশ ক্লাব রেঞ্জার্সের হয়ে দারুণ এক মৌসুম কাটিয়েছেন জেরার্ড। গত মৌসুমে তার অধীনেই দশ বছরের মধ্যে প্রথমবার প্রিমিয়ারশিপ শিরোপা জিতেছে রেঞ্জার্স। রেঞ্জার্সের হয়ে ১৯২টি ম্যাচে দায়িত্ব পালন করেছেন জেরার্ড। সেখানে জিতেছেন ১২৪ ম্যাচে, ড্র হয়েছে ৪১টি আর হারতে হয়েছে মাত্র ২৭ ম্যাচে।  

আরও পড়ুন:

বিসিবির প্রস্তাব ফিরিয়ে দিলেন সালাহউদ্দিন


news24bd.tv/ নকিব